সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস
- আপডেট সময় : ০৭:৩৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১৫৭১ বার পড়া হয়েছে
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”– স্লোগানকে সামনে রেখে সারাদেশে বিশ্ব ভোক্তা- অধিকার দিবস উদ্যাপন করা হয়েছে।
চুয়াডাঙ্গায় বিশ্ব ভোক্তা- অধিকার দিবস উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুরে “বিশ্ব ভোক্তা অধিকার দিবস” পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ফৌজদারি মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য রেলি বের করা হয়।
মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান।
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে রেলী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এছাড়াও জয়পুরহাট ও মানিকগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।