সারাদেশে পালিত হয়েছে জাতীয় আয়কর দিবস

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৬০০ বার পড়া হয়েছে
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হয়েছে জাতীয় আয়কর দিবস।
বরিশালে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বর্নাঢ্য রেলী অনুষ্ঠিত হয়। কর কমিশনার খাইরুল ইসলামের নেতৃত্বে রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর- এই প্রতিপাদ্য নিয়ে রংপুরে পালিত হয়েছে আয়কর দিবস। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মহিদুল ইসলাম।
এদিকে, সকালে কর অঞ্চল ময়মনসিংহের আয়োজনে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। সার্কিট হাউজ থেকে রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ময়মনসিংহের কর কমিশনার ফজলুর রহমান, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেনসহ উপস্থিত ছিলেন অনেকে।