সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : ০৭:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
দিনাজপুর, নেত্রকোনা, পটুয়াখালী, গাইবান্ধা ও গোপালগঞ্জসহ সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সকালে বরিশালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান
এ উপলক্ষে দিনাজপুরেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের গণেশ তলায় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয় প্রাঙ্গনে ফায়ার সার্ভিসের সময়োপযোগী আধুনিক সরঞ্জাম প্রদর্শন করা হয়।
‘মুজিববর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই শ্লোগানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা হয়েছে। ফায়ার সার্ভিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সচেতনতামূলক মহড়াসহ ও গাছের চারা রোপণ করা হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পটুয়াখালীতে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফার্য়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। এ সময় ফার্য়ার স্টেশনের ইনচার্জ আরিফ আহমেদসহ স্টেশনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।
এছাড়াও-শেরপুর, নাটোর, ঠাঁকারগাঁও ও পিরোজপুরে ফার্য়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।