সারাদেশে বহুমুখী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
সারাদেশে বহুমুখী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন শেখ হাসিনা। এ সেতু উত্তরাঞ্চলবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু হবে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকসহ প্রায় চার দশমিক ৮০ কিলোমিটার। সেতুর দুইপ্রান্তে প্রায় ৩০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। এর ফলে দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী সংশ্লিষ্ট ট্রেনগুলোর ক্রসিংজনিত কারণে আগের মতো স্টেশনগুলোতে অপেক্ষা করতে হবে না। এই সেতুর ওপর দিয়ে ১০০ কিলোমিটার বেগে দুটি ট্রেন একসঙ্গে চলাচল করতে পারবে। উন্মুক্ত হবে সব ধরনের পণ্যবাহী ট্রেন চলাচল। ফলে সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক প্রসার ঘটবে।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময়, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের অবদানের কথা উল্লেখ করে, বিএনপি সরকারের নেতিবাচক পদক্ষেপের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ প্রাচ্য ও প্রাশ্চাত্যের সেতুবন্ধন হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে বহুমুখী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে চায় সরকার।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে আন্তরিকতার সাথে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।
করোনা রোধে আবারো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।