সারাদেশে বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

- আপডেট সময় : ০৯:০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা মহানগরীতেও চলছে এ কর্মসূচি। চার ধাপে এ কার্যক্রমের প্রথম ধাপ চলবে আগামী ৯ জুন পর্যন্ত। করোনা সংক্রমণের কারণে গত দু’বছর ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশন তথ্য সংগ্রহ করতে না পারায় এখন তা শুরু হয়েছে।
ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার বাসা-বাড়ীতে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা।
এ সময় নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নতুন ভোটারদের তথ্য সংগ্রহের কাজে স্থানীয়দের পাশাপাশি সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।
জনগণকে নির্ভুল ভোটার আইডি কার্ড উপহার দেয়াই কমিশনের বড় চ্যালেঞ্জ বলে জানান নির্বাচন কর্মকর্তারা।
মোট চার ধাপে চলবে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম। ঢাকাসহ সারাদেশে প্রথম ধাপে ৯ জুন পর্যন্ত ১৪০ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।