সারাদেশে বিভিন্ন কর্মসূচিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
- আপডেট সময় : ০৫:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন সেনাবাহিনীর সদস্যরা। সকালে আন্দরকিল্লা নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। এছাড়া, শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, শিক্ষক-শিক্ষার্থীসহ সবশ্রেণি-পেশার মানুষ।
রাজশাহীতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সকালে দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বরিশালে রাত ১২টা ১মিনিটে আতশ বাজি ফোটানোর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কর্মসূচী শুরু হয়। নগর ভবনের সামনে মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাকর্মিদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী চলে এ উৎসব।
সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ও জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ১শ বার তোপধ্বনি ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
কুমিল্লায় সকালে ৩১ বার তপোধ্বনীর মাধ্যমে দিবসরে সূচনা করা হয়।
নগর উদ্যানে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
রংপুর সেনানিবাসের ২৫ বীরের মঠে সকালে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম। এদিকে,নগরীতে বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ্য অর্পণ করেছে বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংগঠন।
লালমনিরহাটে ভোরে সীমান্ত ক্যান্টিন মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতকর্মীরা শ্রদ্ধা জানান।
বরগুনা সার্কিট হাউজে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
পাবনায় সকালে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জামালপুরে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে বিজিবি শতাধিক পঙ্গু ও প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন করেছে। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, মানবিকতার কাজও করছে।
এছাড়া, কুষ্টিয়া, কক্সবাজর, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, যশোর, টাঙ্গাইল, নোয়াখালী, নাটোর, মাদারীপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জসহ সারাদেশে নানা কর্মসূচি পালিত হয়েছে।