সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন
- আপডেট সময় : ০৭:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
সারাদেশে সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। দু’বছর পর বর্ণিল সাজে সাজানো হয় চারদিক। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে দেশবাসী। করোনা মহামারি কাটিয়ে রোগ-শোক-মলিনতা ছাড়িয়ে সুন্দর সোনালী ভবিষ্যতের প্রত্যাশা করেন সবাই।
জাতি হিসেবে বাঙালি খুবই উৎসবপ্রিয়। দু’বছর পর আবারও বর্ষবরণে নেমেছে বাঙ্গালির ঢল। নতুন সূর্যোদয়ে জানান দেয় নতুন বছরের আগমন। মঙ্গল শোভাযাত্রা আর বৈশাখী মেলায় মেতেছে বাঙালি।
করোনার ভয়াবহতা কাটিয়ে বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছর ১৪২৯ কে বরণ করে চট্টগ্রামবাসী। বৈশাখের মুল আনুষ্ঠানিকতার আয়োজন করে নববর্ষ উদযাপন পরিষদ। ডিসিহিলের উৎসবে বাড়তি মাত্রা যোগ করে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রা।
বৈশাখের প্রথম প্রহরে বরগুনা শিমুলতলায় নানা আয়োজন করা হয়। সংক্ষিপ্ত পরিসরে বের হয় মঙ্গল শোভাযাত্রা।
রাজশাহীতে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় এবার তালিকায় নেই পান্তা-ইলিশের আয়োজন। নতুন বছরকে বরণ করতে নগরীর আলুপট্টি থেকে বের করা মঙ্গল শোভাযাত্রা।
খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বাঙালরি প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপাচার্য প্রফসের ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে র্বণাঢ্য শোভাযাত্রা বরে করা হয়।
কুড়িগ্রামে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রচ্ছদ, মেঠোজন, উদীচীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
ময়মনসিংহে ১৫’শ নিম্ন আয়ের মানুষকে ২০ কেজি করে চালসহ ৪ হাজার টাকার প্যাকেজে ১৪টি উপকরণ দিয়েছে একটি সেচ্ছাসেবি সংগঠন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন বাকৃবি শেষ মোড় ও ঈশ্বরগঞ্জের আঠারোবাড়িতে এসব কার্যক্রমের উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
চাঁদপুরেও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
নেত্রকোনায় জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে, বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
নড়াইলের প্রত্যন্ত অঞ্চল গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ১৭ কিলোমিটার সাইকেল চালিয়ে ১১টি গ্রাম ঘুরে বাংলা নববর্ষকে বরণ করেছে। ব্যতিক্রমধর্মী এই সাইকেল শোভাযাত্রাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। দু’বছর পর এমন উদ্যোগে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা।
নীলফামারীতে কালেক্টরেট চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে আবার সেখানেই শেষ হয়। পরে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া ঝিনাইদহ, দিনাজপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পিরোজপুর, সাভার, শেরপুর, মৌলভীবাজার, জয়পুরহাট, খাগরাছড়িসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় উদযাপিত হয় বর্ষবরণ অনুষ্ঠান।