সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক সাত মার্চ উদযাপিত
- আপডেট সময় : ০৫:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। এদিন, ঢাকার রেসকোর্স ময়দানে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে কালজয়ী ভাষণে স্বাধীনতার ডাক দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গেল বছর থেকে জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে দিনটি। শোভাযাত্রা, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভাষণ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবী ভাষায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দুপুরে উপজেলা হলরুমে সমাজসেবা কার্যালয় আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
খুলনায়ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খুলনার রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির।
ময়মনসিংহের সার্কিট হাউসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
নানা কর্মসূচিতে মেহেরপুরেও পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
ঝিনাইদহে শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান শোভাযাত্রা বের করে। সকাল সাড়ে ৯ টায় প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ধামরাইয়ে ৭ই মার্চ’ উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন। এ আলোচনা সভা এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ।
দিনাজপুর জেলা প্রশাসণ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। পরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা আয়োজনে দিনটি পালন করা হয়। সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোঃ শাহ্ আজম।
এছাড়াও- নানা কর্মসূচীর মধ্য দিয়ে কক্সবাজার, পিরোজপুর, বাগেরহাট, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোণাপ , জামালপুর, যশোর, নড়াইল, সাভার, নাটোর ও বগুড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।