সারাদেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা
- আপডেট সময় : ০৮:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ১৬১২ বার পড়া হয়েছে
করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অফিসার্স ক্লাব প্রাঙ্গণে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আয়কর রিটার্ন দিতে কোন ধরনের হয়রানি হবে না বলে আশ্বস্ত করেন করদাতাদের। ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৪৮টি উপজেলায় দু’দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৮টি গ্রোথ সেন্টারে এক দিন হবে ভ্রাম্যমাণ মেলা।
প্রতিবারের মত এবারও শুরু হয়েছে চলতি বছরের আয়কর মেলা। রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাব্যপি এ মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী। আয়কর দিতে গিয়ে কোনো অনিয়ম বা গ্রাহক হয়রানি হলে সরাসরি মন্ত্রণালয়ে জানাতে অনুরোধ করেন তিনি।
আয়কর দাতাদের সাধুবাদ জানানোর পাশাপাশি মেলা থেকে প্রাপ্ত অর্থ জনকল্যাণমূলক খাতে ব্যয় করার কথাও জানান অর্থমন্ত্রী।
এদিকে, প্রথম দিনেই আয়কর দাতাদের ভিড়ে সরগরম ছিল রাজধানীর অফিসার্স ক্লাবের মেলা প্রাঙ্গন। উদ্বোধনের পর বুথগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়ান কর দাতারা।
এর আগে, বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর মেলা উদ্বোধন করেন অর্থমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়াসহ অর্থমন্ত্রণালের কর্মকর্তারা।