সারাদেশের মতো যশোরেও বেড়েছে পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ প্রতিরোধে দফায় দফায় বিধিনিষেধে ঘরে আটকে থাকা মানুষের মধ্যে অস্থিরতা বেড়েছে। এর বহিঃপ্রকাশ ঘটছে পারিবারিক কলহসহ নানা অশান্তিতে। সারাদেশের মতো যশোরেও বেড়েছে–পারিবারিক কলহ, বিবাহ বিচ্ছেদসহ বিভিন্ন অপরাধ।
করোনা মহামারি অনেক কিছুর মতো কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিক জীবন-যাপন। ছন্দপতন ঘটায় ঘরে-ঘরে অশান্তি লেগেই আছে। দফায় দফায় বিধিনিষেধে অনেক মানুষ ব্যবসা-বাণিজ্য ও কাজ হারিয়েছে। রোজগারহীন সংসারে প্রিয়জনের চাহিদা না মেটায় বাড়ছে পারিবারিক কলহ।
যশোরে করোনাকালে আশংঙ্কাজনকহারে বেড়েছে পারিবারিক কলহ, মামলা ও বিবাহ বিচ্ছেদ।
মানবাধিকার কর্মীরা বলছেন, অনাকাঙ্খিত পরিস্থিতি বন্ধে কর্মহীনদের পাশে দাঁড়াতে হবে।
জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ২৭ শতাংশ। সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরেও দফায় দফায় বিধিনিষেধ দিয়ে আসছে, স্থানীয় প্রশাসন।