সারাদেশের মন্ডপে মন্ডপে ভক্ত-পূজারীদের ভীড়
- আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
শারদীয় দূর্গাপূজার মহাষ্টমী আজ। সন্ধিপূজা এবং কুমারী পূজার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। সকাল থেকেই ভক্ত ও পূজারীদের ভিড় দেখা যায় মন্ডপগুলোতে।
সারাদেশের ন্যায় চট্টগ্রামের পাথরঘাটার রাধাগোবিন্দ শান্তনেশ্বরী মন্দিরে কুমারী পূজার আয়োজন করা হয়। এবারে ৭ম বছরের প্রীত ধরকে কুমারী পূজার আসনে অলঙ্কৃত করা হয়।
রাজশাহীতে দিনটি উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। সকাল থেকেই ভক্ত ও পূজারীদের ভিড় দেখা যায় মন্ডপগুলোতে। বেলা সাড়ে বারোটার দিকে রাজশাহী মহানগরীর ত্রিনয়নী মন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
খুলনার গ্লাক্সো মোড়ে নবতরুণ সংঘে কুমারী পূজা দেয়া হয়। প্রত্যেকেই মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দেন।
মহাঅষ্ঠমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বেশি তাৎপর্যপর্ণ। বরিশালে সকাল থেকে চন্ডিপাঠ এবং চন্দনের সুবাসে মুখর ও স্নিগ্ধ করে তুলেছে মন্ডপ প্রাঙ্গন। পাশাপাশি পূর্নাথীরা পবিত্রচিত্তে দেবী মহামায়ার পায়ে অঞ্জলি প্রদান করে।
ময়য়মনসিংহে রামকৃষ্ণ মিশনে আট বছরের অপরাজিতা বিশ্বাসকে সাজিয়ে অঞ্জলী প্রদানের মাধ্যমে কুমারি পূজার সমাপ্ত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত ও পূজারীরা অংশ নেন।
পটুয়াখালীতেও উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দেবীকে অঞ্জলী প্রদানের মাধ্যমে নিজেদের পাপ মুক্ত করছেন ভক্তরা।
গোপালগঞ্জে ,সকালে জেলার ১ হাজার ২৭৭টি মন্দিরে দেবীর কল্পারম্ভ ও বিহিত পুঁজার মধ্য দিয়ে মহা অষ্টমীর পূঁজা শুরু হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুরোহিতের চন্ডি পাঠে ধর্মীয় আবহ সৃষ্টি হয়। পূণ্য লাভ আর পাপ মোচনের আশায় দেবীর পায়ে অঞ্জলী দেন ভক্তরা।
এছাড়াও নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, যশোর, নেত্রকোনা, নাটোর, নাড়াইলে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।