সার্জেন্ট মহুয়ার বাবাকে গাড়ি চাপা দেয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা : ডিবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
রাজধানীর বনানীতে সার্জেন্ট মহুয়া হাজংয়ের বাবাকে গাড়ি চাপা দেয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার।
দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ ব্যাপারে বনানী থানায় একটি মামলা হয়েছে। এখন তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ ও বাদি তার অভিযোগে আসামির নাম উল্লেখ করলেও মামলায় অজ্ঞাত দেখানো হয়েছে। এ বিষয়ে হাফিজ আক্তার বলেন, তদন্ত করে প্রকৃত দোষীকে খুঁজে বের করা হবে। গত ২ ডিসেম্বর রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি সড়কে একটি দ্রুতগতির গাড়ি চাপায় আহত হন সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজং। পরে, তার পা কেটে ফেলে দেয়া হয়েছে।