সার্বিয়া ওপেনের ফাইনালে আন্দ্রে রুবলেভের কাছে হেরেছেন নোভাক জোকোভিচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সার্বিয়া ওপেনের ফাইনালে রাশান প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভের কাছে হেরেছেন নোভাক জোকোভিচ। ফাইনালে ২-১ সেটে হেরেছেন এই সার্বিয়ান তারকা।
প্রথম সেটে রাশান রুবলেভের বিপক্ষে ৬-২ গেমে হারেন জোকোভিচ। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় তুলে ঘুরে দাঁড়ান এই সার্বিয়ান তারকা। কিন্তু তৃতীয় সেটে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তিনি। ৬-০ গেমে হেরে হাতছাড়া করেন শিরোপা। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে কোভিড টিকা জটিলতায় কোর্ট পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে অংশগ্রহণ করতে পারেননি জোকোভিচ। দীর্ঘ ৫ মাসের বিরতির পর দুবাই ওপেনে অংশগ্রহণ করলেও সেখানে কাঙ্ক্ষিত জয়ের দেখা পাননি এই তারকা।