সাহাবুদ্দিন মাদবরের বিরুদ্ধে আবারো অর্থ আত্মাসাতের অভিযোগে মামলা
- আপডেট সময় : ১১:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
সাভারে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাহাবুদ্দিন মাদবরের বিরুদ্ধে আবারো অর্থ আত্মাসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও আমলী আদলত-৪ এ সিআর মামলাটি দায়ের করেন সালাউদ্দিন আহম্মেদ শাওন নামের এক ব্যবসায়ী। মামলায় এক নারীসহ আরও ৫ জনকে আসামী করা হয়। চেয়ারম্যান সাহাবুদ্দিন মাদবরের বিরুদ্ধে অন্যের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেইলিং, চাদাঁ দাবী, প্রতারণা, চুরি ও অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী সালাউদ্দিন আহম্মেদ শাওন। মামলার অপর আসামীরা হলেন, মাহবুবা সুলতানা রিতা, মিজানুর রহমান, বাবু জাহিদ, গফুর মিয়া এবং মোস্তফা।এর আগে চেয়ারম্যান সাহাবুদ্দিন মাদবরের বিরুদ্ধ অর্থ আত্মাসাৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে।