সাহেদের বিরুদ্ধে প্রতারণার মামলায় বিচার শুরুর নির্দেশ আদালতের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে প্রতারণার মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।
আগামী ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলেন, রিজেন্টের জেনারেল ম্যানেজার শিপন আলী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী সাইফুল্লাহ মাসুদ। তাঁর কাছ থেকে ২০১৮-১৯ পর্যন্ত কোটি টাকা বাকি রেখে রড, ইট ও সিমেন্ট নেন সাহেদ। এই টাকার জন্য সাহেদ চারটি চেক দেন। কিন্তু চারটি চেকই ব্যাংক অর্থ না থাকায় প্রত্যাখ্যান করে।