সায়েন্সল্যাবের বাণিজ্যিক ভবনে এসি বিস্ফোরণ, তিনজন নিহত
- আপডেট সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫৭০ বার পড়া হয়েছে
সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই রাজধানী ঢাকায় এসির বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর সায়েন্সল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
সকাল ১০টা ৫০ মিনিটে এলিফ্যান্ট রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের পাশে ৩ তলা একটি ভবন আংশিক ধসে আগুন ধরে যায়। বেলা ১১টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে এ দুর্ঘটনায় আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ছয় জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন সাতজন। এদিকে বিস্ফোরণের ঘটনার পর থেকে ওই এলাকার সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে অত্র এলাকা জুড়ে ভয়াবহ যানজট দেখা দিয়েছে। মিরপুর রোডের দুই পাশে উৎসুক জনতা ভিড় করেছেন। অনেকেই তাদের পরিচিত কেউ আটকা আছে কিনা খুঁজতে এসেছে।