সিইসি’র পদত্যাগের দাবি করেছেন গাইবান্ধার আ.লীগ নেতাকর্মীরা
- আপডেট সময় : ০৫:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগের দাবি করেছেন গাইবান্ধার আ.লীগ নেতাকর্মী ও সমর্থকরা। ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে এ দাবী জানান তারা। উপনির্বাচন বাতিলের পর গাইবান্ধার দুই উপজেলার পরিস্থিতি কিছুটা থমথমে।
নানা অনিয়মের অভিযোগে গাইবান্ধা ৫ আসনের বুধবারের ভোটগ্রহণ বাতিল করে নির্বাচন কমিশন। ফলে কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে দুই উপজেলায়।
এর প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতির সভাপতিত্বে ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে দলীয় নেতাকর্মীরা। শত শত সাধারণ ভোটাররাও অংশ নেন বিক্ষোভে। তাদের অভিযোগ, যাচাই বাছাই না করেই অতি নিরপেক্ষতা দেখাতে ভোট বন্ধ করে দেয় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনারের দ্রুত পদত্যাগ ও ভোটের ফলাফল প্রকাশের দাবি জানান তারা।
উপজেলা গেট সংলগ্ন সড়কে আধা ঘণ্টার সড়ক অবরোধে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকে গেলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।