সিএসআরএম স্টিল মিল কারখানায় ভাট্টি বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জের ফতুল্লার পাগলা রসূলপুর এলাকায় সিএসআরএম স্টিল মিল কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দুপুরে কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রকিরা হলেন, বিল্লাল হোসেন, আরিফ, আব্দুল আলী, সোহেল ও লিটন। দগ্ধদের সহকর্মী রুবেল জানান, শ্রমিকরা কারখানার ভেতরে ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিল।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন বলেন, দগ্ধদের মধ্যে বিল্লাল হোসেন ২০ শতাংশ, আরিফের ১১ শতাংশ, আব্দুল আলী ৫২, সোহেল ১৩ ও লিটনের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা গুরুতর বলেও জানান তিনি।