সিঙ্গাপুরে তিন-চারগুণ বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৭০৭ বার পড়া হয়েছে
কোন দেশে.. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিঙ্গাপুরে তিন-চারগুণ বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে। সরকার হঠাতে বিএনপি যখন ব্যর্থ, তখন সরকারের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার প্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন কাদের।
বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন,দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হচ্ছে, সরকার দ্রব্যমূল্য লাগামের মধ্যে রাখতে সক্রিয়। প্রধানমন্ত্রী সারাক্ষণ দেশের এই সংকট মোকাবিলায় সময় দিচ্ছেন।নির্বাচনে বিএনপি আসে নাই, তারা আন্দোলনেও ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি বলেছিল নির্বাচনের পর মার্চে দুর্ভিক্ষ হবে। কোথায় দুর্ভিক্ষ ? কারা দ্রব্যমূল্য সিন্ডিকেট করে বাড়িয়েছে তাদের আমরা খুঁজে বের করছি। এক্ষেত্রে যদি বিএনপির কেউ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে।