সিটি নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা এখন উৎসবের নগরী
- আপডেট সময় : ০৫:২৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ভোটের দিন যতো ঘনিয়ে আসছে ততই উৎসবের নগরে পরিণত হচ্ছে কুমিল্লা শহর। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাল্টাপাল্টি অভিযোগ বাড়ছে মেয়র প্রার্থীদের। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরাও। কুমিল্লা
নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে কুমিল্লা নগরীতে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। প্রার্থীদের সময় কাটছে গণসংযোগ আর উঠান বৈঠকে। মঙ্গলবার কুমিল্লা জজকোর্ট আইনজীবিদের সঙ্গে মতবিনিময়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ভবন নকশার অনুমোদনে অবৈধভাবে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেন।
স্বতন্ত্র প্রার্থী নিজামউদ্দিন কায়সার প্রচারণা চালান নগরীর শ্রীবল্লভপুর, রামপুর, হীরাপুর, গোপীনাথপুর, কচুয়া, দৈয়ারা, অশোকতলা, গোবিন্দপুরসহ কয়েকটি এলাকায়। এসময় তিনি নির্বাচন পরিবেশ সুষ্ঠু থাকার দাবি করেন।
এদিকে কাউন্সিলর প্রার্থীরাও ভোটরের মাঠ চষে বেড়াচ্ছেন। ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এদিকে, ভোটাররাও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কয়েকটি ওয়ার্ডে ভোটাররা জানান, এবারের ইভিএমের ভোট….. উৎসবের আমেজ এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার আহ্বান তাদের।
কুমিল্লা নগর নির্বাচনে ২ লাখ ২৯ হাজার ৯’শ ভোটার আগামী সপ্তাহে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত তাদের পছন্দের নগর শাসক।