সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিলের দাবী জিএম কাদেরের
- আপডেট সময় : ০৭:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ দাবী জানান তিনি। জিএম কাদের বলেন, দেশে গণতন্ত্র নেই, তবুও যারা বলছেন আছে, তারা জনগণকে বিভ্রান্ত করছেন। আর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ৩৩ বছর বড় দল দুটির দুঃশাসনে অতিষ্ঠ দেশবাসীর প্রথম পছন্দ জাতীয় পার্টি।
বনানীর চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে দলটিতে যোগদানের ঘোষণা দেন বিকল্প সেচ্ছাসেবক ধারা দলের কেন্দ্রীয় সভাপতি, সম্পাদকসহ দলটির ১০৮ জন নেতাকর্মী। এসময় দলে তাদের স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
শুভেচ্ছা বক্তব্যে উঠে রাজনৈতিক প্রসঙ্গ। গণতন্ত্র কে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন জি এম কাদের।
ইভিএমকে কারচুপির বাক্স উল্লেখ করে সিটি নির্বাচনে তা বাতিলের দাবীও জানান তিনি।
বিগত ৩ দশকে রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে জনগনকে নতুন করে ভাবার আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব।
এরশাদ সরকারের উন্নয়ন এবং দেশ নিয়ে জাতীয় পার্টির ভাবনা জনগনের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও ছিল বক্তাদের কণ্ঠে।