নতুন জঙ্গি আস্তানার সন্ধানে দুর্গম পাহাড়ে চলছে সিটিটিসির অভিযান
- আপডেট সময় : ০২:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রাম ও তার আশপাশের পাহাড়ি এলাকায় নতুন জঙ্গি আস্তানার সন্ধানে অভিযানে নেমেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম -সিটিটিসি ইউনিট।
সকালে আটককৃত জঙ্গিদের নিয়ে এ অভিযান শুরু করে সিটিটিসি দল। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এর আগে শুক্রবার রাতে কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টিওয়ালি গ্রামের বাইশালী বাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ জন নারী-পুরুষ ও তিন শিশুকে আটক করে সিটিটিসি ইউনিট। আর সোমবার সন্দেহভাজন ১৭ জঙ্গীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সিটিটিসি দল তাদের জিজ্ঞাসাবাদে তারা ইমাম মাহমুদের কাফেলার সদস্য বলে স্বীকার করে। সকালে তাদের নিয়ে নতুন জঙ্গী আস্তানার সন্ধানে অভিযান শুরু করেছে সিটিটিসি ইউনিট। বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে বলে পুলিশ জানিয়েছে।