সিত্রাংয়ে কক্সবাজারে প্রায় দেড় কোটি টাকার শুটকি নষ্ট
- আপডেট সময় : ০৩:৩৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের সবচেয়ে বড় শুঁটকি মহাল কক্সবাজারের নাজিরারটেকে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। জলোচ্ছ্বাসে আড়ৎগুলোতে পানি ঢুকেই শুঁটকি নষ্ট হয়েছে বলে জানান তারা। ফলে ক্ষতি পোষাতে সরকারের সহায়তা চান শুঁটকি ব্যবসায়ীরা।
প্রায় একশো একর বালিয়াড়িতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এই শুঁটকি মহাল।
কক্সবাজার পৌরসভার সমুদ্র তীরবর্তী নাজিরারটেক এলাকায় অবস্থিত এই মহালের বেশিরভাগ স্থাপনা লন্ডভন্ড হয়ে যায় ঘূর্ণিঝড়ে। এছাড়া মাচার নিচে যে পরিমাণ পানি ঢুকে যায়, তা ১৯৯১ পরবর্তী কোন ঘূর্ণিঝড়ে দেখা যায়নি।
স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা ৫ থেকে ৬ ফুট বেড়ে আড়ৎগুলোতে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয় শুঁটকিমহাল।
নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী সমিতি সূত্র জানায়, ঘুর্ণিঝড় সিত্রাং শুরুর পর সবাই আশ্রয়কেন্দ্রে চলে গেলেও কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া ও নাজিরারটেকে প্রায় ৬০০ শুঁটকি মহাল পানিতে প্লাবিত হয়। এতে সংরক্ষণে থাকা প্রায় দেড় কোটি টাকার শুঁটকি পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।
নাজিরারটেক শুঁটকি মহাল ছাড়াও পাশ্ববর্তী বিভিন্ন গ্রামের বসতবাড়ি, লবণ, চাল ও মুদি দোকানসহ অন্যান্য খাতে ৫০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী, স্থানীয় এই জনপ্রতিনিধির।
ঘুর্ণিঝড় সিত্রাংয়ে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে বলে জানান, কক্সবাজার জেলা প্রশাসক।
সংশ্লিষ্টদের তথ্য মতে, প্রতি বছর এ মহাল থেকে লক্ষাধিক মেট্রিক টন শুটকি উৎপাদন হয়। যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী হয় বিদেশেও।