সিনহা নিহতের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময় আরো ১০দিন বাড়ানো হয়েছে
- আপডেট সময় : ১২:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফেপুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময় আরো ১০দিন বাড়ানো হয়েছে। ফলে ১৩ আগস্টের পরিবর্তে কমিটি রিপোর্ট দিবে আগামী ২৩ আগস্ট।
এর আগে ২ আগস্ট কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে কমিটি। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও সরকারের যুগ্ম সচিব মিজানুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, তদন্তের কাজ চলছে। একটি কর্ম পরিকল্পনা নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে সে অনুযায়ী কাজ করা হবে। এদিকে-৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের কাজ শেষ করতে বলা হলেও ঘটনার অন্যতম প্রধান প্রত্যক্ষদর্শী সিফাত ও সিনহার অপর সহযোগী শিপ্রাকে জিজ্ঞাসাবাদসহ নানা বিষয় বিবেচনায় সেটি আরো ১০দিন বাড়ানো হয়েছে।