সিনহা হত্যাকান্ডে পুলিশের দায়ের করা মামলায় তিন সাক্ষীকে জবানবন্দি শেষে কারাগারে প্রেরণ
- আপডেট সময় : ০৭:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি শেষে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াছকে কারাগারে প্রেরণ করেছে আদালত। দীর্ঘ ৭ ঘন্টা খাস কামরায় তিনজনের জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ।
কক্সবাজার জেলা কারাগারে ওসি প্রদীপের সাথে কথা বলছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব মিজানুর রহমানের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার সদস্যের তদন্ত কমিটি। সকাল সাড়ে ১১টায় তারা কারাগারে প্রবেশ করেন। এদিকে ওসি প্রদীপসহ ২৭ জন এবং ২৬ জনকে অভিযুক্ত করে আরও দু’টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বেশিরভাগ আসামী পুলিশ সদস্য। টেকনাফের দু’টি ভুক্তভোগী পরিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে এই মামলা দুটি করেন। এ দুটি হত্যাকান্ড নিয়ে আগে মামলা হয়েছে কিনা এবং নিহতের ময়নাতদন্ত কিভাবে হয়েছে সেসব তথ্য প্রতিবেদন আকারে জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন বিচারক।