সিনহা হত্যা মামলা : ন্যায়বিচারের প্রত্যশা রাষ্ট্র ও আসামি পক্ষের
- আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যা মামলার রায় আগামীকাল। দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য এ দিন ঠিক করেন বিচারক। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও বাদীপক্ষের আইনজীবী। তবে, প্রতিপক্ষের আইনজীবী মনে করেন, আসামীদের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে বাদীপক্ষ।
প্রায় দেড় বছর পর রায় দেয়া হচ্ছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার। দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ৩১ জানুয়ারী তারিখ ধার্য করেন বিচারক।
চার মাসের বেশি সময় তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর আদালতে চার্জশীট জমা দেয়া হয়। অভিযুক্ত করা হয় ১৫ জনকে। মামলার তদন্তকারী কর্মকর্তা খাইরুল ইসলাম অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ রয়েছে।
২০২১’র ২৩ আগস্ট থেকে শুরু হয় এ মামলার বিচারিক কার্যক্রম। প্রথম দফায় তিন কার্যদিবসে আসামিদের ভূমিকা আদালতে তুলে ধরেন বাদীসহ চারজন সাক্ষী। এরপর ৮৩ সাক্ষীর মধ্যে ৬৫ জনের সাক্ষ্য, জেরা, দুই পক্ষের যুক্তিতর্ক শেষে টানা সাড়ে চার মাসে বিচার কাজ শেষে মামলাটি রায়ের জন্য প্রস্তুত করেন আদালত।
৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সব আসামির অপরাধ প্রমাণ করা গেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের কৌঁসুলির। তবে আসামিপক্ষের আইনজীবী বলছে, বাদী পক্ষ আসামিদের অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
হোয়াটস্অ্যাপে পাঠানো এক ক্ষুদে বার্তায় মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস বলেছেন, এই রায়ের মাধ্যমে বিচারবহির্ভুত হত্যাকান্ড বন্ধ হবে দেশে। লিয়াকত আলী ও প্রদীপ কুমার দাশের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চান তারা।
২০২০ সালের ৩১ জুলাই রাতে মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে মারা যান মেজর সিনহা।
আলোচিত এ মামলার রায় দেখার অপেক্ষায় দেশবাসী।