সিনহা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি ওসি প্রদীপ
- আপডেট সময় : ০৫:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডের পর থেকে টানা ১৫ দিন রেবের রিমান্ড শেষেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেননি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। অথচ, তিনি সিনহা হত্যা মামলার ২ নম্বর আসামী। পরে ওসি প্রদীপকে কক্সবাজার জেলা কারাগারে পাঠায় আদালত। অন্যদিকে পুলিশের মামলার তিন সাক্ষী- নুরুল আমিন, মোহাম্মদ আয়াছ ও নেজাম উদ্দিনের আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় তাদের হেফাজতে নিয়েছে র্যাব।
ওসি প্রদীপকে আনা হবে সেই খবরে বরাবরের মতোই আদালতের সামনে শত শত উৎসুক জনতার ভিড়। প্রস্তুত গণমাধ্যমকর্মীরাও।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে র্যাবের কড়া পাহারায় কালো গ্লাসের সেই মাইক্রোবাসটি আদালতে পৌঁছায়। গাড়ি থামতেই মাথায় হেলমেট পরিয়ে ওসি প্রদীপকে নিয়ে যাওয়া হয় কোর্ট পুলিশের সেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, রিমান্ড শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট তামান্না ফারাহ’র আদালতে আনা হয় পুলিশের মামলার তিন সাক্ষি নুরুল আমিন, মোহাম্মদ আয়াছ ও নাজিম উদ্দিনকে। তদন্তকারী কর্মকর্তা প্রত্যেককে ৪দিন করে রিমান্ড চাইলে তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
৩১ জুলাই মেরিন ড্রাইভের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।