সিনহা হত্যাকান্ডে পুলিশের দায়ের করা মামলার সাক্ষীকে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে
- আপডেট সময় : ১২:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকান্ডে এবার পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র খাস কামরায় নিয়ে যায় রেব। মামলার তদন্তকারী কর্মকর্তা রেব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশের মামলার তিন সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াছের মঙ্গলবার আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার আগ্রহের কথা জানায়। এর পরই তাদের আদালতে নিয়ে আসা হয়। মঙ্গলবার চতুর্থ দফায় টানা ১৫দিনের রিমান্ড শেষে মামলার অন্যতম আসামী টেকনাফ মডেল থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে কারাগারে পাঠায় আদালত। এর আগে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় একই মামলার প্রধান আসামী বরখাস্তকৃত ইন্সপেক্টর লিয়াকত ও সাব-ইন্সপেক্টর নন্দদুলাল রক্ষিত।