সিনহা হত্যার ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনের প্রত্যাহার দাবি করেছে রাওয়া
- আপডেট সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিনহা হত্যার ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনের প্রত্যাহার দাবি করেছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-রওয়া’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার। সিনহা হত্যা মামলায় সরকারের নেয়া পদক্ষেপে রাওয়া সন্তুষ্ট জানিয়ে যাতে এটাই বিচার বহির্ভূত হত্যা শেষ হত্যাকাণ্ড হয়, তা নিশ্চিত করার দাবিও জানান তিনি। দুপুরে অবসরপ্রাপ্ত মেজর সিনহার পরিবারকে সমবেদনা জানাতে উত্তরার বাসায় এসে এসব কথা বলেন তিনি। এ সময় দ্রুত সময়ে এ বিচার প্রক্রিয়া শেষ করার পাশাপাশি আর যেন বিচার বর্হিভূত হত্যা না হয় এমন প্রত্যাশা কথা জানান সিনহা’র মা নাসিমা আক্তার।
কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার পরিবারকে সমবেদনা জানাতে রাজধানীর উত্তরার বাসায় যান রাওয়ার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার, সেক্রেটারি জেনারেল লে. কর্নেল এ এন মোশাররফ হোসেন এবং জিএম লে, কর্নেল একেএম আনজামুল হক।
সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, রাওয়ার চেয়ারম্যান ও সিনহা মো. রাশেদের পরিবার।
এসময় কান্নাজড়িত কণ্ঠে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা নাসিমা আক্তার বলেন, সিনহা দেশকে সবচেয়ে বেশি ভালবাসতো আর সব সময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাল কিছু রেখে যাওয়ার চেষ্টা করতো।
এখন পর্যন্ত নেয়া পদক্ষেপে সিনহা হত্যা মামলা নিয়ে সন্তোশ প্রকাশ করেন তিনি। এরপর আর যেন বিচার বর্হিভূত হত্যা না হয় এমন প্রত্যাশা করেন তার মা নাসিমা আক্তার ও বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।
এটাই যেন বিচার বহির্ভূত শেষ হত্যাকাণ্ড হয়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান রাওয়ার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার।
এই নির্মম হত্যা মামলা তদন্ত মনিটরিংয়ের জন্য রাওয়া জুডিশিয়াল ইনকোয়ারি সেল গঠন করেছে বলেও জানান খন্দকার নুরুল আফসার।