সিন্ডিকেটের কবলে সবজি বাজার
- আপডেট সময় : ০৬:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
জাকারিয়া বিপ্লব, বগুড়া
শীতের নতুন সবজিতে এখন ভরপুর হাট-বাজার। পাইকারি বাজারগুলোতে সবজির দাম এখন খুবই কম। এতে কৃষকের খরচও উঠছে না। আবার সেই সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুনেরও বেশি দামে। সিন্ডিকেটের কবলে সবজি বাজার। কৃষি পণ্য বিপণন আইন মানছে না কেউ।
গুড়ার মহাস্থানগড়ে পাইকারি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি সাত টাকা। সেই সবজি শহরের বাজার বিক্রি হচ্ছে ২০ টাকা। বেগুন, কাঁচা মরিচ, নতুন আলু, মূলা, পালং শাকসহ সব ধরনের সবজির একই অবস্থা। রাজধানীর বাজারে দাম আরও বেশি। লাভ তো দূরের কথা উপযুক্ত দাম পাচ্ছেন না কৃষকরা। মুনাফা গুণছেন দালাল ও ফড়িয়ারা।
কৃষকদের অভিযোগ, সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা তারা। উপযুক্ত দাম না পেয়ে ঋণগ্রস্ত হচ্ছেন বহু চাষী। আর চাষাবাদে উৎসাহ হারাচ্ছেন তারা।
সবজির বাজার নিয়ন্ত্রণে অভিযান চলছে, সুফল পেতে সময় লাগবে বলে মত দিচ্ছেন স্থানীয় কৃষিবিদ।
কৃষি পণ্য বিপনন আইন ২০১৮ অনুযায়ী ক্রয় মূল্যের সঙ্গে খরচ যোগ করে ২৫ শতাংশ লাভ করা যাবে, এমন ধারা মানা হচ্ছে না কোথাও।