সিন্ডিকেটের কব্জায় চালের বাজার, বলছেন বিশ্লেষকরা
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশে চালের উৎপাদন, বিপণন, মজুত, আমদানি সবকিছুতেই এবার রেকর্ড হয়েছে। জুন পর্যন্ত চাহিদার তুলনায় খাদ্য উদ্বৃত্ত থাকছে। এরপরও গত বছরের তুলনায় এবার দাম বেড়েছে অনেক।
উৎপাদন ও সরবরাহ বেশি থাকলে পণ্যের দাম কমে। অর্থনীতির এ নিয়ম চালের ক্ষেত্রে উল্টো। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, চালের বাজার চলে গেছে সিন্ডিকেটের কব্জায়। এর সঙ্গে রয়েছে মৌসুমি ব্যবসায়ী, মিলার, আড়তদার, পাইকার, অনলাইন ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠান। টিসিবি’র হিসেবে গত এক বছরে চালের দাম বেড়েছে ৫ শতাংশ। বেসরকারি হিসাবে বেড়েছে ১৪ শতাংশ। দাম কেন বাড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। ধান মজুতের বিরুদ্ধে অধিদপ্তরের একাধিক টিম কাজ করছে। কোনো অসঙ্গতি থাকলে অসাধুদের তালিকা করে শাস্তির আওতায় আনা হবে।