সিন্ডিকেটের দৌরাত্ম্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ এগুচ্ছে না : বায়রার সাবেক মহাসচিব
- আপডেট সময় : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
৫ মাস আগে মালয়েশিয়ার কর্মী পাঠাতে সমঝোতা চুক্তি হলেও, সিন্ডিকেটের দৌরাত্ম্যে কাজ এগুচ্ছে না বলে মন্তব্য করেছেন বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ নোমান। সিন্ডিকেট মুক্ত ও স্বল্প অভিবাসন ব্যয়ে মালেশিয়াতে কর্মী পাঠানোর দাবি জানিয়েছে বায়রার নেতারা। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তারা।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বায়রার সিন্ডিকেট বিরোধী মহাজোটের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মালেশিয়ান শ্রমবাজারকে সঠিকভাবে কাজে লাগাতে বৈধ লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সিকে কাজে লাগানো এবং স্বল্প ব্যয়ে কি করে কর্মী পাঠানো যায় এ নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে চলাকালে বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ নোমান বলেন, দীর্ঘ ৩০ বছরের মধ্যে মাত্র সাত বছর বাংলাদেশ কর্মী পাঠাতে পেরেছে বাংলাদেশ, যা কোন রাষ্ট্রের জন্য সঠিক পদক্ষেপ নয়।
সিন্ডিকেটমুক্ত ও স্বল্প অভিবাসন ব্যয়ে অতি শিগগিরই মালশেয়াতে কর্মী প্রেরণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন বায়রার সাবেক সভাপতি।
বায়রার যে সব সদস্যদের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অভিযোগ রয়েছে তাদের ফাইল দুদকের হাতে আছে। তাদের বিরুদ্ধেও আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক বলে মন্তব্য করেছেন, বায়রার সাবেক অর্থসচিব।
২৫ সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে মালেশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণের সকল ব্যবস্থায় সরকার প্রধানের সহায়তা চেয়েছে সংগঠনটি।