সিপাহী বিপ্লবের নামে ক্যূ’ করে সামরিক কর্মকর্তাদের হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
১৯৭৫ সালে সহস্রাধিক মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে হত্যা ও গুম করায় তৎকালিন সামরিক শাসক জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা। দুপুরে রাজধানীতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসের প্রতিবাদ সভায় এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান তারা। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সিপাহী বিপ্লবের নামে ক্যু করে সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়। তদন্ত কমিশন গঠন করায় পরিবারের সদস্যরা বিচার দেখে যেতে পারবেন বলেও জানান তিনি।
মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভার আয়োজন করে ১৯৭৫ সালের ৭ নভেম্বর নিহত মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের পরিবার ও স্বজনরা। এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
পচাত্তরেরে নভেম্বর মাসে তৎকালিন সামরিক শাসক জিয়াউর রহমান অন্যায়ভাবে সেনা ও বিমানের সহস্রাধিক কর্মকর্তাকে হত্যা, গুম ও চাকরিচ্যুত করা হয় বলে জানান শহীদদের স্বজনরা।
মুক্তিযোদ্ধা সামরিক কমকর্তাদের হত্যার জন্য জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানান মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনেরা। তারা সংসদ এলাকা থেকে তার কবর সরানোর দাবি জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিপাহী বিপ্লবের নামে ক্যু করে সেনা ও বিমানের হাজারো কর্মকর্তাকে খুন করা হয়েছে।
হত্যার ঘটনায় তদন্ত কমিশন করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর দাবিতে মঙ্গলবার শেরে বাংলা নগরে মানববন্ধন কর্মসূচি পালন করবে শহীদদের স্বজনরা।