সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
- আপডেট সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের ধাক্কায় শান্তি বেওয়া নামে এক বৃদ্ধা এবং সিরাজগঞ্জ পৌর এলাকার কালাচাঁন মোড়ে মোটরসাইকেল চাপায় আবু বক্কার নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সকালে আঞ্চলিক সড়কের মাটিয়া পুকুরপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি নসিমনের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধা শান্তি বেওয়া। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাথায় পানি দিয়ে সুস্থ্য করার এক পর্যায়ে মারা যান তিনি ।
টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টরের চাপায় সোহেল নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে দেওকুটিয়া গ্রামের নবীন নামের এক যুবক ট্রাক্টর নিয়ে আগত গয়হাটার চাঁন মিয়ার জমিতে হাল চাষ করতে যায়। এ সময় পাশে দাঁড়িয়ে হালচাষ দেখছিল সোহেল। ট্রাক্টর চালক নবীন পাশে দাড়িয়ে থাকা সোহেলকে ডাক দেয়। সোহেল চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে ট্রাক্টরের ফলায় জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়।