সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একমাত্র লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের এসি বগি কেটে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সকালে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা সংগ্রাম কমিটি। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ রেল যোগাযোগ ব্যবস্থা রক্ষা সংগ্রাম কমিটি আহবায়ক নবকুমার কর্মকার, সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সদস্য ফুলাদ হায়দার খান, সাংবাদিক ইসমাইল হোসেন ও আমিনুল ইসলাম।