সিরাজগঞ্জ-৬, কিশোরগঞ্জ, নড়াইল ও ফেনীতে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা
- আপডেট সময় : ০৫:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা, নড়াইলের লোহাগড়া ও ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা।
অধিকাংশ কেন্দ্রে সকাল থেকে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ করা যায়নি সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে। করোনা আক্রান্ত হয়ে সরকার দলীয় সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আসনটি শুন্য হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশেই ভোট অনুষ্ঠিত হয়। মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রতিদ্বন্ধিতা করে।
নড়াইলের লোহাগড়া পৌরসভার ১১টি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন প্রার্থী।
ইভিএম পদ্ধতিতে ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৫ হাজার ৬শ’ ৫৯ জন নারী ও পুরুষ ভোটাধিকার প্রদান করেন। মেয়র পদে ২, ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।