সিরাজগঞ্জে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা বাজারে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান।এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ।
ভোরে উপজেলার ব্রহ্মগাছা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আড়াইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ব্রহ্মগাছা বাজারের রুবেলের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।