সিরাজগঞ্জে এবার সোয়া ৬ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত
- আপডেট সময় : ১১:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১৭২৪ বার পড়া হয়েছে
ক্যাটল সিটি সিরাজগঞ্জে এবার সোয়া ৬ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। পশু পালন লাভজনক হওয়ায় বিভিন্ন পেশাজীবী এখন গরুর খামারের মালিক। তারা আশা করছেন বিগত কয়েক বছরের মতো কোরবানীর পশু আমদানি না হলে তাদের পশু ন্যায্য মূল্যে বিক্রি করতে পাবরেন। জেলার প্রাণি সম্পদ কর্মকর্তা আমদানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ নবীদুল ইসলাম। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর সংলগ্ন সয়দাবাদ ইউনিয়নের পরিচিতি রাজনৈতিক নেতা। চেয়ারম্যান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং পরিবহন ব্যবসায়ী। এখন আবার নাম লিখিয়েছেন গরু খামারির তালিকায়। সময় কাটছে কোরবানির পশু লালন পালনে। দীর্ঘদিন যাবৎ তিনি ঈদ উপলক্ষ্যে ষাঁড় পালন করেন। লাভজনক হওয়ায় তিনি মুলিবাড়ীর নিজ বাড়ীতেই বড় আকারে গরুর খামার গড়ে তুলেছেন।
অনেকেই ভিন্ন পেশার পাশাপাশি গরুর খামার গড়ে তুলেছেন। খামারীরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরী স্বাস্থ্য সম্মত খাবার খাওয়ানোয় বাজারে এসব গরুর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে প্রান্তিক থেকে শুরু করে বড় আকারের প্রতি খামারেই প্রতি বছরই গরুর সংখ্যা বাড়ছে। পশু পালনে এ জেলা উপযুক্ত হওয়ায় প্রতিবছরই নতুন নতুন খামারী ও পশু পালনের সংখ্যা বাড়ছে বলে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, ১৭ হাজার খামারী জেলার ৯টি উপজেলায় ৬ লাখ ২৪ হাজার ৯শ ২৮টি পশু লালন পালন করছে রয়েছে। যা জেলার কোরবানীর চাহিদার প্রায় দ্বিগুণ