সিরাজগঞ্জে এমপিকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংসদ সদস্য তানভীর ইমামকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা আলম খানকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া থানা পুলিশ।
উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ফেসবুকে স্থানীয় এমপি তানভীর ইমামের বিরুদ্ধে কটূক্তিমূলক পোষ্ট করেছিলেন আলম খান। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গতকাল তাকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়। তিনি উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।