সিরাজগঞ্জে ও বরগুনায় সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আর বরিশালের বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন আরও একজন।
মৃত চাচার মরদেহ দেখতে বৃহস্পতিবার বাড়ীতে আসেন আমিনুল। পরে সকালে মোটরসাইকেলে কর্মস্থল গাজীপুরে যাওয়ার পথে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় একটি গর্তে পড়ে মোটরসাইকেল উল্টে যায়। এসময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বরগুনায় সড়ক দুর্ঘটনায় শৈলেন চন্দ্র শীল নামের একজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় এক নেতার বাড়িতে যাওয়ার সময় পেছন থেকে বেপরোয়াভাবে চলন্ত একটি মোটরসাইকেল ধাক্কা দেয় তাকে। গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।