সিরাজগঞ্জে দীর্ঘস্থায়ী বন্যার পানিতে হাবুডাবু খাচ্ছে রোপা আমন ধানের চারা
- আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘস্থায়ী বন্যার পানিতে হাবুডাবু খাচ্ছে রোপা আমন ধানের চারা। বিকল্প হিসেবে বন্যার পানি ঢোকার পথ বন্ধ করে, সেচের মাধ্যেমে দু’টি মাঠে প্রায় আট’শ বিঘা জমিতে নতুনভাবে চাষ করেছে স্থানীয়রা। আবারও আক্রান্ত হলে গত পাঁচ দিন ধরে ছয়টি সেচ মেশিন চালিয়ে মাঠ দু’টি থেকে বন্যার পানি বের করছে তারা। এ ব্যাপারে সরকারের পৃষ্ঠপোষকতার দাবী জানিয়েছে কৃষক ও জনপ্রতিনিধিরা। প্রনোদনার আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
তৃতীয় দফা বন্যার পানি নেমে যাওয়ার পর, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে আট’শ বিঘা জমিতে রোপা আমন চাষ করে প্রায় দু’শ কৃষক। গত তিন থেকে চার সপ্তাহ আগে ধানের চারা রোপন করে তারা। দুটি কালভার্টের খোলা মুখ দিয়ে আবারও বন্যার পানি ঢুকে বেশিরভাগ জমি তলিয়ে যায়। বাধ্য হয়ে কালভার্ট দু’টির মুখ মাটির বাঁধ দিয়ে অস্থায়ীভাবে আটকে দেয় চাষীরা। পরে, সেচ মেশিন চালিয়ে পানি বের করে দেওয়ার উদ্যোগ নেয় তারা।
নিজেদের টাকায় সেচ মেশিনের জ্বালানি খরচ মেটাচ্ছে কৃষক। গত পাঁচ দিন ধরে সেচের ফলে অনেক জমির ধান জেগে উঠেছে। পানি আর না বাড়লে, মাঠ দু’টি থেকে বন্যার পানি পুরোপুরি অপসারন করা যাবে। এতে শতভাগ না হলেও ৬০ থেকে ৭০ভাগ ফসল রক্ষা হবে বলে আশা করছে কৃষক।
ধান উৎপাদনে বাড়তি এ খরচ মেটাতে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছে, কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
আগামীতে প্রনোদনার মাধ্যেমে ক্ষতিগ্রস্থ ও উদ্যমী এ কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
কৃষির অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকার এ ধরনের উদ্যোগের যথাযথ পৃষ্ঠপোষকতা দেবে বলে আশা করে এলাকাবাসী।