সিরাজগঞ্জে নাসিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৭১৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকঝুঝুরি গ্রাম থেকে ভোরে নাসিমা খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, স্বামী সুমনসহ পরিবারের লোকজন নাসিমা খাতুনকে প্রতিনিয়ত নির্যাতন করত। গতরাতে তাকে বেধড়ক পিটিয়ে জোরপূর্বক ট্যাবলেট খাইয়ে পুকুর পাড়ে ফেলে আসে নিহতের স্বামী ও শ্বশুর শাশুড়ী।
নাসিমার চিৎকারে লোকজন এগিয়ে এলে তাদের কাছে ঘটনার বর্ননা দেয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় নাসিমার। তাড়াশ থানার ওসি নুরে আলম জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী সুমন আলী। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে শশুর-শাশুড়ীকে আটক করেছে পুলিশ।
এদিকে,মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামে বোন জামাইকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার জানান, রুবেল নিজ কর্মক্ষেত্রের হ্যাচারীর মালিক মামুনের ইটভাটা থেকে নিয়মিত ইট চুরি ও বিক্রি করে আসছিলো।
এ বিষয়ে সোহেল তার বোন জামাইকে নিষেধ করার পরেও ইট চুরি বন্ধ না করায় রুবেলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।