সিরাজগঞ্জে বাসচাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বাসচাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
ভোর পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় মহাসড়কের কামারখন্দ উপজেলার মফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে মিরাজ ও তার চাচাতো ভাই হাসিনুর মোটর সাইকেলে দিনাজপুরের চিরির বন্দর যাচ্ছিলেন। পথে সিরাজগঞ্জের মফিজ মোড়ে একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। নিহতরা হলেন, সিরাজগঞ্জ মেরিন টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী মিরাজউদ্দিন এবং তার চাচাতো ভাই হাসিনুর রহমান।