সিরাজগঞ্জে বোমা টিপু ও গাজীপুরে ধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একাধিক মামলার আসামী বোমা টিপু ও গাজীপুরে ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে রেব।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাসী বোমা টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে উপজেলার রামকান্তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২২টি মামলা ও ২৬টি গ্রেফতারি পরোয়ানা ছিল।
গাজীপুরের কালিয়াকৈর থেকে ধর্ষণ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে রেব। সোনাতলী থেকে এক কিশোরীকে অপহরণ করে তুলার গুদামে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই কিশোরীর বোন বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।
ঝিনাইদহ থেকে ৪৫০ বস্তা সিমেন্টসহ চুরি হওয়া ট্রাক উদ্ধার করেছে পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট গেল রাতে অভিযান চালিয়ে যশোরের তৈলকুপা থেকে ট্রাকটি উদ্ধার করে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।