সিরাজগঞ্জে ১ হাজার ৯৫০ কেজি চাল সহ ইউপি সদস্য ও চাল বিক্রেতা আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৮০৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের চৌহালীতে খাদ্যবান্ধব কর্মসুচির ১ হাজার ৯৫০ কেজি চাল এক ইউপি সদস্য ও আরেক চাল বিক্রেতাকে আটক করেছে প্রশাসন।
চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকারী ১০ টাকা কেজি দরের চাল ৫২০ কেজি চাল নিজ বাড়িতে এবং জোতপাড়া বাজারের চাল ব্যবসায়ী আবু বক্কার তার দোকানে মজুদ করে রেখেছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। তখন ঐসব স্থান থেকে উল্লেখিত চালসহ তাদের আটক করা হয়। এরা হলো খাষকাউলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম এবং জোতপাড়া বাজারের চাল বিক্রেতা আবু বক্কার সিদ্দিক। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।