সিরাজগঞ্জে ২৭৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অকেজো ডিজিটাল হাজিরা মেশিন
- আপডেট সময় : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ ডিজিটাল হাজিরা মেশিন অকেজো হয়ে পড়েছে। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় মেশিনগুলো নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেশিন কেনার ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের কথা জানা যায়। শিক্ষক-কর্মচারিরা এখন হাজিরা খাতায় সই করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মে ফাঁকি বন্ধে ২০১৯ সালের শুরুতেই ডিজিটাল হাজিরা (ফিঙ্গার রিকগনাইজেশন) মেশিন স্থাপন করা হয়। কিন্তু যথাযথ পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্তের অভাবে বেশির ভাগ মেশিনই স্কুল গুলোতে অব্যবহৃত হওয়ার কারনে পরিত্যাক্ত অবস্থায় পরে আছে । আর গচ্চায় যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত স্লীপ ফান্ডের প্রায় ৩০ লাখ টাকা।
কর্মে ফাঁকি দেওয়ার প্রবণতা থাকায় মেশিনগুলো ব্যবহার না করায় এখন নষ্টের পথে। এমন অভিযোগ অভিভাবকদের।
ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনকারী প্রতিষ্ঠান ইন টেক কম্পিউটারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থাপিত মেশিন গুলোর ১ বছরের ওয়ারেন্টি এরই মধ্যে শেষ হয়ে গেছে।
এ বিষয়ে স্কুল প্রধানদের বিকল মেশিনগুলো মেরামত করার পরামর্শ দেয়া হয়েছে বলে দাবি এই কর্মকর্তার।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষা অনুরাগীদের।