সিরাজগঞ্জে ৬টি ককটেল বোমাসহ শিবিরের ৬ নেতাকর্মী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৬টি ককটেল বোমাসহ শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে উল্লাপাড়া মড়েল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার তুশি-তারেক ছাত্রাবাসে জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ । ঈদুল আযহার সময় থানা এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ জানমালের ক্ষতি সাধনের জন্য নাশকতার পরিকল্পনা করছিলো বলে জানান উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।