সিরাজগঞ্জে ৯ মাসের শিশু সন্তানকে হত্যার দায়ে এক মায়ের যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ মাস বয়সী শিশু সন্তানকে জবাই করে হত্যার দায়ে মা মুক্তি খাতুনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে মুক্তি পারভীন ও কৃষক আবদুল্লাহর বিয়ের পর তাদের এক সন্তানের জন্ম হয়। ২০২০ সালে শিশুটির বয়স হয় ৯ মাস। ওই বছরের ২৮ এপ্রিল রাতে তার স্বামী ধান কাটার কাজে নওগাঁ যান। বাড়ির সকলে যান তারাবীর নামাজ আদায় করতে। নামাজ শেষে ঘরে ফিরে আব্দুল্লাহর মা ও বোন শিশুটির গলাকাটা মরদেহ দেখতে পান। নিহত শিশুর হাত ও মুখে টেপ দিয়ে আটকানো ছিল। এ সময় মুক্তি খাতুন পলাতক ছিল। ওই রাতেই শাহজাদপুরের থানাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে স্ত্রী মুক্তি খাতুনকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করেন।