সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি
- আপডেট সময় : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী রুয়াপাড়া সম্মিলিত কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কবরস্থানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ বলছে, কোন রকমের অভিযোগ না পেলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার নাই মুড়ি গ্রামের কবরস্থানে ১৭ জানুয়ারি রাতে এক নারীকে দাফন করা হয়। পরে, অন্য এক পুরনো কবর দেখে সন্দেহ হয় স্বজনদের। তারা কবর খুঁড়ে দেখেন, সেখানে কঙ্কাল নেই। এরপর বাকি ১৫টি কবর খুঁড়েও কোনোটিতেই কঙ্কাল পাওয়া যায়নি। এটা জানাজানি হওয়ার পর এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। কবরস্থানে নজরদারি বাড়ানো হয়েছে। এমন ঘটনা বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা।
এর আগেও কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে কবরস্থান কমিটি।
কবরস্থান পরিদর্শনসহ পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায়, সলঙ্গ থানা।
গেল ২ বছর আগে একই করবস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।