সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ’লীগ প্রার্থীর অফিস ভাংচুর, ককটেল বিস্ফারণ
- আপডেট সময় : ০৫:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলামের নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত পাওয়া গেছে। হামালার জন্য দায়ী করা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোনজেল হক সাগরের সমর্থকদের। এ ঘটনায় চলছে মামলার প্রস্তুতি।
মুন্সিগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নে গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নলবুনিয়াকান্দির মোল্লাবাড়িঘাটে নিহত ওই ব্যক্তির নাম আবদুস সাত্তার সরকার। তার স্বজনদের দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন ওই ব্যক্তি।
মানিকগঞ্জ সদর উপজেলা আটিগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন।